আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন অজি উইকেটরক্ষক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ফিলিপে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালরু। তবে ফিলিপের আইপিএল থেকে নাম প্রত্যাহারের কারণ এখনো জানা যায়নি।
এ বছর নিলামের আগে অ্যারন ফিঞ্চের মতো বড় তারকাকে ছেড়ে দিলেও ফিলিপেকে ধরে রেখেছিল কোহলির দল। সেই ফিলিপেই এখন খেলছেন না। তবে ইতোমধ্যেই তার বিকল্প খুঁজে পেয়েছে কোহলিরা। নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ফিন অ্যালেনকে দলে নিচ্ছে তারা।
আইপিএলের গত আসরে সুবিধা করতে পারেনি ফিলিপে। ব্যাঙ্গালুরুর হয়ে ৫ ম্যাচে ৭৮ রান করেছিলেন তিনি। এবারের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল।