বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিউ জার্সি স্টেট পার্লামেন্টে রেজ্যুলেশন

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিউ জার্সি স্টেট পার্লামেন্টে রেজ্যুলেশন 

2118271256262

মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউ জার্সি স্টেট সিনেট এবং জেনারেল অ্যাসেম্বলিতে যৌথভাবে একটি রেজ্যুলেশন পাশ হয়েছে। এই রেজ্যুলেশনে বাংলাদেশি-আমেরিকান এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। একইসাথে বাঙালি জাতিকে স্বাধিকার দেয়ার ক্ষেত্রে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব এবং সদ্য স্বাধীন দেশটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আত্মনিয়োগকারী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এই রেজ্যুলেশনে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং নিউ জার্সির প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নুরুন নবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই রেজুলেশন পাশ হয়।

দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব প্রদানের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভাবনাকে বাস্তবায়িত করতে আত্মনিয়োগ করেছিলেন। দেশ সঠিকভাবে এগিয়ে চলছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত- এই রেজ্যুলেশনে সেটা উল্লেখ করা হয়েছে।

ড. নুরুন নবী বলেন, “সেই চেতনায় বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। বাঙালি অত্যন্ত গৌরবের সাথে স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন করছেন জাতিগতভাবে নিজেদেরকে মহিমান্বিত করে”।

রেজ্যুলেশনে আরও বলা হয়েছে, নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশীরা নিজেদের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে বহুজাতিক এ সমাজকে বৈচিত্রমণ্ডিত করেছেন। সকলে সম্মিলিতভাবে দেশটিকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে”।

স্টেট সিনেটর লিন্ডা এম গ্রিনস্টাইন রেজুলেশনটি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর কাছে  ৫ মার্চ তাঁর অফিসে হস্তান্তর করেন। সেময় উপস্থিত ছিলেন ড. জিনাত নবী, সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, দপ্তর সম্পাদক এ টি এম রানা, কার্যকরী সদস্য এ টি এম মাসুদ প্রমুখ।

ড. নবী প্রবাসীদের পক্ষ থেকে সিনেটর লিন্ডার মাধ্যমে নিউ জার্সির স্টেট পার্লামেন্টের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone