বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘মানবিক মূল্যেবোধ সৃষ্টিতে অন্যতম কারিগর হতে পারে রেড ক্রিসেন্ট’

‘মানবিক মূল্যেবোধ সৃষ্টিতে অন্যতম কারিগর হতে পারে রেড ক্রিসেন্ট’ 

21131548585

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে সহশিক্ষা (কো-কারিকুলাম) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ঢাকার ২১ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ২১ টি জোনের স্বেচ্ছাসেবক জোন টিম লিডার অংশগ্রহণ করে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নেহাল আহমেদ, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা । কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল। বক্তব্য রাখেন, ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজির আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মো: রফিকুল ইসলাম, সোসাইটির স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত পরিচালক ইকরাম এলাহী চৌধুরী, মি: আলী আকগুল, অপারেশনস্ ম্যানেজার, কোভিড-১৯, আইএফআরসি, বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানের্জিং বোর্ড মেম্বার এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। স্বাগত বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের দায়িত্বরত পরিচালক ইমাম জাফর সিকদার।

প্রধান অতিথি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়াররম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, মানুষের মধ্যে মানবিক মূল্যেবোধ সৃষ্টিতে অন্যতম কারিগর হতে পারে রেড ক্রিসেন্ট। তিনি শিক্ষা অফিসারদের উদ্দেশ্য বলেন, রেড ক্রিসেন্টের কার্যক্রম ঢাকার প্রতিটি স্কুলে চালু করতে হবে। রেড ক্রিসেন্টের কার্যক্রম স্কুলে চালু করলে অল্প দিনের মধ্যেই সেই স্কুলের চিত্র পাল্টে যাবে। তিনি আরোও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের কর্মকান্ড আমাকে মুগ্ধ করেছে। রেড ক্রিসেন্টের ছেলেমেয়েদের সাথে কথা বললে আমার খারাপ মন ভাল হয়ে যায়।

প্রধান অতিথি বলেন, রেড ক্রিসেন্টের কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সোনার মানুষ তৈরীর পথ তৈরী হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি বলেন, অল্প বয়সে যদি ছেলেমেয়েদেরকে মানবতার সেবায় উদ্ধুদ্ধ করা যায় সেটা ভবিষ্যৎ জীবনে তা অক্ষুন্ন থাকবে। তাই স্কুল জীবন থেকেই ছেলেমেয়েদের মানবতার সেবায় উদ্ধুদ্ধ করতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই কাজটিই করে আসছে।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই, আপনারাই পারবেন স্কুলে স্কুলে যুব রেড ক্রিসেন্টের বীজ বপন করতে। যার মাধ্যমে মানবতার সেবক তৈরী হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone