প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় ভারতের বিপক্ষে নামছে ইংল্যান্ড
টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত। এবার কোহলিদের বিপক্ষে টি-টোয়েন্টি মোকাবেলায় নামছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধায় মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড।
এক বছরেরও বেশি সময় পর ভারতীয় একাদশে ফিরতে পারেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। রোহিত শর্মাও ফিরবেন একাদশে। তার সঙ্গী হবেন লোকেশ রাহুল। বোলিং বিভাগ চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। খেলছেন না জসপ্রীত বুমরাহও।
এক নজরে সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।