বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা নিরাপদ: কানাডা ও যুক্তরাজ্য

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা নিরাপদ: কানাডা ও যুক্তরাজ্য 

1111

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা নিরাপদ এবং কার্যকর বলে জানিয়েছে কানাডা ও যুক্তরাজ্য। অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকা গ্রহণের পর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগ ওঠায় আতঙ্কে বিশ্বের বেশ কয়েকটি দেশ টিকা কর্মসূচি সাময়িক স্থগিত করেছে। যদিও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ এবং টিকা কর্মসূচি স্থগিতের প্রয়োজন নেই বলে মনে করছে তারা।

কানাডার স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নিয়ে কানাডা সচেতন রয়েছে। এই টিকায় এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা নেই। এতে বলা হয়, কানাডিয়ানদের আশ্বস্ত করতে চাই যে, এই টিকার উপকারিতা এর ঝুঁকির চেয়ে অনেক গুণ বেশি। গত সপ্তাহে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে কানাডা। মে মাস পর্যন্ত তারা আরও ১৫ লাখ টিকা পেতে পারে। বৃহস্পতিবার কানাডার স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নিয়ে তারা সচেতন রয়েছে। এই টিকায় এখন পর্যন্ত কোনও বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা নেই।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, আমরা এই ব্যাপারটিতে পরিষ্কার যে এই টিকা নিরাপদ ও কার্যকর। লোকজনের আত্মবিশ্বাসের সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone