বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘এ বছরের মধ্যে ৫০ রেলওয়ে স্টেশন আধুনিক করা হচ্ছে’

‘এ বছরের মধ্যে ৫০ রেলওয়ে স্টেশন আধুনিক করা হচ্ছে’ 

20145065233

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন এ বছরের মধ্যে রেলওয়ের ৫০টি স্টেশন সংস্কার ও আধুনিক করা হবে।

রেলমন্ত্রী আজ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়  তিনটি রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে একথা বলেন।

মন্ত্রী এ সময় আরো বলেন বর্তমান সরকার রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়েছে। রেলকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । রেলওয়েতে এখন অনেকগুলো প্রকল্প চলমান আছে যেগুলো বাস্তবায়িত হলে রেলের আমূল পরিবর্তন ঘটবে।  তিনি কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প,  যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ, খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ,  দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্প সহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে।

তিনি আরো উল্লেখ করেন সারাদেশের রেলপথ কে ডাবল লাইনে উন্নীত করার জন্য কাজ চলছে। পর্যায়ক্রমে সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তরিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে ষ্টেশন পরিদর্শন করে মন্ত্রী এখানকার স্টেশনকে আধুনিক এবং সকল সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। ভারত,ভূটান এবং নেপালের সাথে রেল যোগাযোগের ক্ষেত্রে এ লাইন খুবই গুরুত্বপূর্ণ।  কাজেই এই স্টেশনের সকল সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসব দেশের সাথে পণ্য পরিবহনের সুযোগ আরো বৃদ্ধি করার জন্য  সকল কার্যক্রম নেওয়া হবে বলে মন্ত্রী এ সময় ঘোষণা দেন।  পরে মন্ত্রী রাজশাহী কোর্ট স্টেশন পরিদর্শন করেন । এখানেও তিনি রেলওয়ে স্টেশন কে আধুনিকায়ন এবং সকল সুবিধা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনের সময় চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone