আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে পুলিশ স্টেশনের কাছে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় একটি পুলিশ স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক ভর্তি ভ্যান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
‘নিহতদের মধ্যে একজন এবং আহতদের মধ্যে ১১ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিরা সাধারণ নাগরিক বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে,’ বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিন।‘নিহতদের মধ্যে একজন এবং আহতদের মধ্যে ১১ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিরা সাধারণ নাগরিক বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে,’ বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিন। বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ হামলার জন্য তালেবানকে দায়ী করছে । খবর রয়টার্সের ।