দেশে হুকুমবাদের চর্চা হচ্ছে : রিজভী
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দেশে আইনের শাসন নয় হুকুমবাদের চর্চা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, র্যাব, পুলিশ ও প্রশাসন সবাই শুধু এক ব্যক্তির হুকুমই পালন করছে।
রবিার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন
রিজভী বলেন, বিরোধী দলের নেতাদের পাইকারিহারে গ্রেপ্তার করা হচ্ছে। গুম, খুন অব্যাহত আছে। বিরোধী দল বিনাশের জন্য নেতাদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। শারীরিক, মানসিক নির্যাতনের জন্য তাদের কারাগারে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজ আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির এই নেতা দাবি করেন, সারা দেশে পাশবিক বাণিজ্য চলছে। বিরোধী নেতা-কর্মীদের আটক করে তাঁদের কাছে মুক্তিপণ চাওয়া হচ্ছে। টাকা দেওয়া হলে ছেড়ে দেওয়া হচ্ছে আর না হলে নতুন মামলা দেওয়া হচ্ছে।