বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » মুক্তির প্রথম দিনেই বাজিমাত ‘রুহি’

মুক্তির প্রথম দিনেই বাজিমাত ‘রুহি’ 

111651rohi

রাজকুমার রাও, জাহ্নবী কপূর এবং বরুণ শর্মা অভিনীত ‘রূহি’ মুক্তির প্রথম দিনেই মাত করেছে। আয় করেছে ভারতীয় ৩.০৬ কোটি টাকা। করোনা পরবর্তী হিন্দি চলচ্চিত্রের জন্য যা এক দুর্দান্ত সূচনা। রাজকুমার রাও, জাহ্নবী কপূর এবং বরুণ শর্মা অভিনীত ‘রূহি’ আসলে ‘স্ট্রি’ ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি।এই সিনেমা বলিউডের হরর-কমেডির তালিকায় নতুন সংযোজন তৈরি করেছে।

‘রূহি’ এমন এক ভূত যে গাইতে খুব ভালোবাসে। আর যদি সে কোনো বাড়ির বিয়ের খবর পায়, তখন বরকে ঘুম পাড়িয়ে রাখে আর এই সময়টায় সে কনের ওপর ভর করে। কিংবা মধুচন্দ্রিমায় যাওয়া নববধূদের অপহরণ করে ডাইনির ভূমিকায় জাহ্নবী।

ট্রেলারে দেখানো হয়েছে রাজকুমার রাও এবং বরুণ শর্মাকে খুব সাহসের সঙ্গে ভয়ঙ্কর ও আনপ্রেডিক্টেবল জানহ্বী কাপুরের সাথে বিভিন্ন অবস্থায় মানানোর চেষ্টা করছেন। ‘রুহি’-ই ভূত নাকি রুহি ভূতের কবলে সে দন্দ পরিচালক রেখেছে। ২০১৮ সালের ছবি ‘স্ত্রী’-র পরে,অভিনেতা রাজকুমার ও প্রযোজক দীনেশ ভিজানের আরও একটি যৌথ উদ্যোগ এই ‘রুহি’।

হরর-কৌতুক যারা পছন্দ করেন , তাদের বিপুল ভালোবাসা পেয়েছে সিনেমাটি ।  চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাথির কথায় , প্যান্ডেমিক পরিস্থিতিতে একটি ৩ কোটি টাকার সিনেমা ততটাই চমকপ্রদ যতটা আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে এমন এক সিনেমা আসে যা ৯-১০ কোটি টাকা আয় করে প্রথম দিনে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone