জেট বোট, বাঞ্জি জাম্পে দারুণ একটা দিন কাটল টাইগারদের
নিউজিল্যান্ড হলো অপার সৌন্দর্যের লীলাভূমি। অনিন্দ্য সুন্দর প্রকৃতি আর বিশুদ্ধ বাতাস শরীর-মন দুটোই তাজা করে দেয়। এমন একটি দেশে গিয়ে ব্যাট-বলের লড়াই শুরুর আগে একটা দিন ছুটি পেয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। আজ সেই ছুটির দিনে তারা জেট বোটে রোমাঞ্চকর ভ্রমণ থেকে শুরু করে বাঞ্জি জাম্প- সবই করেছে। সেইসঙ্গে কুইন্সটাউনের চোখধাঁধানো সৌন্দর্যের সুধা পান করেছেন তাসকিন-সৌম্য-আফিফরা। এরপর দেশের মানুষের জন্য ভিডিওবার্তায় তারা জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতা।
নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকে ১৪ দিনের কোয়ারেন্টিন, তারপর অনুশীলনে গিয়ে কেটেছে টাইগারদের সময়। এবার মানসিক প্রশান্তির সুযোগ পেয়ে তরুণ অল-রাউন্ডার আফিফ হোসেন বলেছেন, ‘কোয়ারেন্টিনের পর এরকম ভালো প্র্যাকটিসের সুবিধা পেয়েছি। আমাদের প্রস্তুতিতে এটা সহায়তা করছে। যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, গত কালকে আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি। আশা করি এসব আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে।’
মনকে চাঙা ও তরতাজা করার জন্য মাঠের বাইরে কিছুটা আনন্দময় সময় কাটানো জরুরি ছিল বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ, ‘১৪ দিনের কোয়ারেন্টিন আমাদের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। ওটা শেষ করে আমরা এর মধ্যে ২ দিন অনুশীলন করেছি। প্র্যাকটিস সুবিধা ও অনেক কিছুই এখানে অনেক সুন্দর। আজকে আমাদের অফ ডে ছিল, দলের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিজ করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালো যাবে।’
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। এবারও কঠিন চ্যালেঞ্জ। তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা শোনা গেল নাঈম শেখের কণ্ঠে, ”ক্রাইস্টচার্চে ৭ দিন কোয়ারেন্টিনে থেকে প্র্যাকটিস করেছি আমরা। ওখানকার উইকেটের চেয়ে এখানে উইকেট কমফরটেবল, আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। এর আগে এখানে এসেছি। আমার জন্য এই আবহাওয়া, পরিস্থিতি সবই খুব আরামদায়ক। আমি উপভোগ করছি।’