বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাশিয়ায় ফেসবুক, জুম, স্কাইপে, হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

রাশিয়ায় ফেসবুক, জুম, স্কাইপে, হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা 

WhatsApp disruptions in China ahead of Communist Party meeting, Taipei, Taiwan - 26 Sep 2017

বর্তমানে টেকনোলজির জগতে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, বাজারে ছাড়ছে নিত্য নতুন অ্যাপস। তবে অভিযোগ আছে, না জানিয়েই গ্রাহকের তথ্য চুরি করা হয় এসব অ্যাপ দিয়ে। এ কারণেই ফেসবুক ও মাইক্রোসফটের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এসব অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষায়িত কোম্পানি রোস্টেক। দেশটির সংবাদমাধ্যম আরটি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয়ভাবে পরিচালিত রোস্টেক কোম্পানির কোনো কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে প্রতিরক্ষা বিভাগের সাথে জড়িত কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের তৈরি জুম, স্কাইপে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেকের অধীনে একশ’র বেশি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠান বিমান, ট্যাঙ্ক, সমরাস্ত্র এবং রেডিও প্রযুক্তি থেকে শুরু করে যানবাহনও তৈরি করে থাকে। এর মধ্যে কালাশনিকভ কনসার্ন অস্ত্র তৈরির জন্য সারাবিশ্বে জনপ্রিয়। রোস্টেকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কর্মকর্তাদের ব্যবহৃত ল্যাপটপ এবং কম্পিউটারে যেকোনো বিদেশি মেসেজিং অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone