সেরা সময়ে মেরেছিলাম টানা ৬ ছক্কা, এখন মারছি ৪ ছক্কা : যুবরাজ
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শনিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসকে ৫৭ রানে হারিয়েছে ভারত লিজেন্ডস। রায়পুরে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে ভারত। শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং মারকুটে ব্যাটিং করেন।
শচীন ৯টি চারের সহায়তায় ৩৭ বলে ৬০ রান করেন। ২টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকানো যুবরাজ ২২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। জ্যান্ডার ডি ব্রুইনের এক ওভারে টানা ৪টি ছক্কা হাঁকান যুবরাজ।
জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস তুলতে পারে মাত্র ১৪৮ রান। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও দুটি উইকেট শিকার করেন যুবরাজ।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ। ম্যাচ শেষে এই অলরাউন্ডার কথা বলেন টানা ৪ ছক্কা হাঁকানো নিয়ে। তিনি বলেন, ‘নিজের সেরা সময়ে টানা ৬টি ছক্কা মেরেছিলাম আর এখন মারছি ৪টি ছক্কা।’