ঢাবিতে ভর্তির আবেদন ফের শুরু হচ্ছে আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আজ রবিবার (১৪ মার্চ) রাত ৮টার পর ফের শুরু হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে তিন দিনের বেশি সময় ধরে বন্ধ ছিল এ কার্যক্রম।
ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ মার্চ বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভর্তির আবেদন। তবে শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে চাপ বেশি পড়ায় আবেদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে জটিলতা কাটিয়ে উঠলেও ফের ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য গত বৃহস্পতিবার দুপুরে তিন দিনের জন্য পুরো ভর্তি কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তিন দিন পর ফের আজ রাতে আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। চালুর পর থেকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা যথা নিয়মে আবেদন করতে পারবেন।
এই বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওয়েবসাইট জটিলতা কাটিয়ে উঠতে সকল কাজ শেষ হয়েছে। রবিবার রাত ৮টা থেকে ফের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তবে কিছু সময় পর্যবেক্ষণ শেষে ফের জটিলতা দেখা দিলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’