বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা 

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। শনিবার সেদেশের সরকার বিরোধী একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি গাড়িতে এই হামলা চালায়। বিবিসি জানায়, শনিবার দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়া অঞ্চলের চুবুত প্রদেশে দাবানলে ধ্বংস হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি। এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকে বহনকারী গাড়িটির গতি রোধ করে গাড়িতে লাথি মারে এবং পাথর ছুড়ে, এতে গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে যায়। টিভি খবরের ফুটেজে এ দৃশ্য দেখা যায়। দাবানলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হলেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন চুবুতে একটি উন্মুক্ত খনি প্রকল্প পরিকল্পনার প্রতিবাদ জানাতে। স্থানীয় সংবাদপত্রে এ বিষয়ে বলা হয়, সোনা, রুপা ও ইউরেনিয়াম সমৃদ্ধ চুবুতে ফের বড় বড় প্রকল্পের অনুমোদন দেওয়ায় সরকারি প্রস্তাবে ক্ষিপ্ত এ প্রতিবাদকারীরা।

 
শহরটি ঘিরে প্রদেশটির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “আমি নিশ্চিত চুবুতের লোকেরা কিংবা যারা আমাদের প্রিয় আর্জেন্টিনায় বাস করেন তারা এ হামলায় অংশ নেয়নি।” বিক্ষোভকারীরা পুলিশ প্রহরায় প্রেসিডেন্টকে বহনকারী মিনিবাসটি গতিরোধ করে হামলা চালায়। এ সময় প্রেসিডেন্টের সফরসঙ্গীদের বহনকারি গাড়িগুলো একটু দুরে ছিল। তবে গাড়িগুলো কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় প্রেসিডেন্টের গাড়িবহর দ্রুত ভিড়ের মধ্য থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয়। কয়েকদিন ধরে পাতাগোনিয়া দাবানলে জ্বলছে, এতে ১ জনের মৃত্যু এবং ১১জন আহত হয়েছে। অনেক এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গভর্নর বলেছেন, কয়েকটি শহরে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone