বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আমি গরিবের মন্ত্রী : নাসিম

আমি গরিবের মন্ত্রী : নাসিম 

nasim ai

এইদেশ এইসময়, ঢাকা : নিজেকে গরিব ও মধ্যবিত্তের মন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আমি ধনী লোকের নই।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোয় দরিদ্র মানুষের সেবা পাওয়ার সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করে রোববার তিনি এসব কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ডিজাস্টার হেলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ইমার্জেন্সি রেসপনস ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে বড় বড় হাসপাতাল, ক্লিনিক আছে। যারা ধনী, এসব হাসপাতালে শুধু তারাই সেবা নেওয়ার সুযোগ পান। রক্ত পরীক্ষা করতে গেলে যেখানে দুই টাকা খরচ হয়, সেখানে তারা ২০০ টাকা পর্যন্ত আদায় করেন। দুই টাকার জন্য ১০, ৪০, ৬০ টাকা পর্যন্ত নিন, কিন্তু ২০০ টাকা কেন? এত ব্যবসা করতে হবে কেন?’

নাসিম প্রশ্ন রাখেন, ‘অল্প সংখ্যক সরকারি হাসপাতাল কতজনের সেবা দিতে পারে?’ তিনি বলেন, ‘দেশ ছোট, লোক বেশি। কাজেই সবাইকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে।’
কর্মশালায় উপস্থিত বিভিন্ন জেলার সিভিল সার্জনদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতেই হবে। এর আগেও স্বাস্থ্যমন্ত্রী গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone