সব উপজেলায় প্রজেক্টরে চলবে সংসদ টিভির মুজিববর্ষের অনুষ্ঠান
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সংসদ বাংলাদেশ টেলিভিশন নির্মিত বিশেষ অনুষ্ঠান আগামী ১৭ মার্চ থেকে প্রচার শুরু হবে। ওই অনুষ্ঠানগুলো প্রজেক্টরের মাধ্যমে সকল উপজেলায় দেখানো হবে। এ জন্য সকল এমপি’র কাছে অনুষ্ঠানের সিডি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, রুমানা আলী, শবনম জাহান ও নাহিদ ইজাহার খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে অনুষ্ঠান প্রচারের আগে অনুষ্ঠানগুলোর প্রমো বিটিভিসহ সংসদ প্রচারের জন্য বলা হয়। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে সংসদ টেলিভিশনে নির্মিত অনুষ্ঠানগুলো দেশের সকল উপজেলায় প্রচারের জন্য সিডি আকারে সকল সংসদ সদস্যদের নিকট প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।