ইংল্যান্ড লিজেন্ডসদের একাই হারিয়ে দিলেন দিলশান
ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের রোববারের মাচে ইংল্যান্ড লিজেন্ডসের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা লিজেন্ডস। লংকান লিজেন্ডসের অধিনায়ক তিলকরত্নে দিলশান একাই হারিয়ে দিয়েছেন কেভিন পিটারসনের ইংল্যান্ড লিজেন্ডস দলকে।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান করে ইংলিশরা। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পান মাত্র দুইজন। ক্রিস ট্রেমলেট ১০ বলে করেন ২২ রান। ১৮ রান করতে জিম ট্রাফটন খেলেছেন ২২ বল। শ্রীলঙ্কার পক্ষে দিলশান ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া রঙ্গনা হেরাথ নেন দুটি উইকেট।
৭৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট হারালেও দিলশানের বিধ্বংসী ব্যাটিংয়ে পাত্তা পায়নি ইংলিশ বোলাররা। মাত্র ২২ বলে ফিফটি করা দিলশান শেষপর্যন্ত ২৬ বলে ৬১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইংলিশদের পক্ষে চারটি উইকেটই শিকার করেন মন্টি পানেসার।