আগামীকাল ৯৭ নির্বাচনী উপজেলায় সেনা নামছে
এইদেশ এইসময়, ঢাকা : প্রথম দফায় দেশের ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এসব নির্বাচনী এলাকায় আগামীকাল সোমবার থেকে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে রোববারই এসব এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্র এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রটি জানায়, নির্বাচনের দুইদিন আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দুই দিন মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
২০০৯ সালের ২২ জানুয়ারি দেশের ৪৮০টি উপজেলা পরিষদের তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালট পেপার ছিনতাইসহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এবার নির্বাচন হচ্ছে ৪৮৭টি উপজেলায়।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সেনা মোতায়েন করা হবে বলে জানান।