কাফালা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব
বিদেশি শ্রমিকদের বিতর্কিত কাফালা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনলো সৌদি আরব। ফলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা আর থাকছে না। রোববার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক গুণমাধ্যমগুলো। সৌদি কর্তৃপক্ষের এমন পদক্ষেপকে দেশটির শ্রম আইন সংস্কারের নতুন যুগ হিসেবে দেখা হচ্ছে। এতে এখন থেকে নিজেদের পছন্দ মতো চাকরি বাছাই এবং তা করা না করার স্বাধীনতা পেলেন বিদেশি শ্রমিকরা। এ ছাড়া সরকারি সেবার জন্য সরাসরি আবেদন করতে পারবেন প্রবাসী শ্রমিকরা। নিয়োগকর্তার অধীনতা ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারবেন তারা। এর আগে গত বছরের নভেম্বরে কাফালা ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার কথা জানিয়েছিল সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই ব্যবস্থা ১৯৫০-এর দশকে প্রবর্তিত হয়। এ ব্যবস্থা অনুযায়ী নিয়োগকর্তা ও স্পন্সরের নির্দেশে চলতে বাধ্য হয় শ্রমিকরা। এমনকি তাদের অনুমতি ছাড়া সৌদি আরবে আসা-যাওয়াও করা যায় না। এককথায়, নিয়োগকর্তাই শ্রমিকদের ভিসা ও আইনি অবস্থান নিয়ন্ত্রণ করতেন। খবর আরব নিউজ ।