হুইল চেয়ারে বসে নির্বাচনী প্রচারনায় মমতা বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামের ঘটনার পর ফের ভোট প্রচারে জেলায় জেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই এক জেলা থেকে আরেক জেলায় নির্বাচনী প্রচার চালানো শুরু করেছেন তিনি। হুইল চেয়ারে বসেই মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ঝালদা ও বলরামপুরে নির্বাচনী সভায় বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন তিনি।
বিজেপির বিরুদ্ধে নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানান তিনি। মমতা বলেন, ‘আমি যদি ভাঙা পায়ে লড়াই করতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন? বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে।’ একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও দেন মমতা। পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘বিধানসভায় তৃণমূল ফের জিতলে ঘরে ঘরে বিনামূল্যে রেশন পৌঁছে যাবে। মে মাসের পর আপনাদের আর দোকানে আসতে হবে না।’