যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিলেন কিমের বোন
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং বলেছেন, ‘দুর্গন্ধ ছড়াবেন না।’ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছানোর কথা রয়েছে। এর একদিন আগেই বাইডেন প্রশাসনকে সতর্ক করলেন ইয়ো জং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার কোরিয়ো নীতি নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই উত্তর কোরিয়ার তরফ থেকে এই সতর্কবার্তা দেয়া হলো।
ইয়ো-জংয়ের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমান বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি পরামর্শ হচ্ছে, তারা সাগরের ওপার থেকে আমাদের জমিতে গানপাউডারের গন্ধ ছিটানোর চেষ্টা করছেন। তারা যদি আগামী চার বছর শান্তিতে ঘুমাতে চায়, তাহলে সবচেয়ে ভালো হবে প্রথম পদক্ষেপেই তারা যেন গন্ধ ছড়ানো থেকে সংযত থাকে।’
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন ইয়ো জং। তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের মার্চ বা সংকটের মার্চ বেছে নিতে চলেছে।’এদিকে, মার্কিন সরকার জানিয়েছে- তারা কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের জন্য চেষ্টা করছে। তবে পিয়ংইয়ং এখনও প্রেসিডেন্ট বাইডেনের দপ্তরকে কোনো জবাব দেয়নি।