কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলেন জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। টোকিওর একটি হাসপাতালে আজ মঙ্গলবার তিনি এ টিকা নেন। তিন সপ্তাহের বিরতিতে তিনি দ্বিতীয় ডোজ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের জন্যে সুগা এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সুগাই বিদেশি কোনও নেতা যার সঙ্গে বাইডেন প্রথমবারের মতো সরাসরি বৈঠক করতে যাচ্ছেন। সুগার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এমন ৮০ থেকে ৯০ জন করোনার টিকা নেবেন। জাপানের জনগণের মধ্যে টিকা নেওয়ার বিষয়ে আগ্রহ কম। তাই টিকার নিরাপত্তা নিয়ে জনগণকে পুনরায় আশ্বস্ত করতে তিনি টিকা নিয়েছেন বলে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
Posted in: আর্ন্তজাতিক