১৭ মার্চ মিরপুরে জেমসের কনসার্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন পর দেখা যাবে জেমসের কনসার্ট। আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মিরপুরে সিটি ক্লাব মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। আর জেমসের কনসার্ট মানেই উত্তাল জনসমুদ্র।
জানা গেছে, ‘ঢাকা ১৬ আসনের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কনসার্টের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। রকস্টার জেমস রাত ৯টা নাগাদ মঞ্চে উঠবেন।
বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতির মাঝে দীর্ঘদিন কনসার্ট করেননি জেমস। গত ১২ মার্চ মিরপুরেই এক কনসার্টের মাধ্যমে তিনি মঞ্চে ফেরেন। আর আগামীকাল সেই মিরপুরেই আবার দেখা যাবে জেমসের কনসার্ট।