টি-টোয়েন্টিতেও আইরিশদের উড়িয়ে দিল বাংলাদেশ ইমার্জিং
ওয়ানডের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ ইমার্জিং দলের সামনে উড়ে গেল আয়ারল্যান্ড ‘এ’ দল। আজ মঙ্গলবার আইরিশদের বিপক্ষে ৩০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৭ উইকেটে ১৮৪ রান। জবাবে ১১ বল বাকি থাকতে ১৫৪ রানে অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিফটি। তিনি উপহার দেন ৩৫ বলে ৫৮ রানের ইনিংস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাইফ হাসান। তবে একই ওভারে বাজে শটে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন আনিসুল ইসলাম ইমন। ওয়ানডে সিরিজে বাংলাদেশের নায়ক মাহমুদুল হাসান জয় ৫ রানে জীবন পেয়েও ৮ রানে আউট হয়ে যান। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ মাত্র ৩৪ রান তুলে। এরপর কিছু শট দেখা গেলেও ১৬ বলে ২২ রান করে আউট হয়ে যান ইয়াসরি আলী।
ইয়াসিরের বিদায়ের পরেই বাংলাদেশের ইনিংসে যেন গতি ফিরে আসে। উইকেটে এসে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তৌহিদ হৃদয়। ক্যাম্পারকে প্রথম বলেই কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে পরের বলেও চার হাঁকান। ৩৬ বলে ৪৮ রানে সাইফ আউট হলে ভাঙে ৩১ বলে ৫২ রানের ঝলমলে এক জুটি। ২৮ বলে ফিফটি স্পর্শ করেন হৃদয়। শামীম হোসেন চার ছক্কায় করেন ১১ বলে ২৮ রান। বাংলাদেশ ৭ উইকেটে ১৮৪ রান তোলে। জবাবে আইরিশরা ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে। সুমন নেন ৪ উইকেট, ২টি করে উইকেট নেন তানভীর আর আমিনুল।