যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে ৮ জন নিহত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার পৃথক তিনটি স্পা সেন্টারে এক দুর্বৃত্তের গুলিতে আটজন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। আটলান্টার পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার কিছু আগে ওই বিউটি স্পায় ‘ডাকাতি চলছে’ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়। জর্জিয়ার রাজধানী শহর আটলান্টার ওকওয়ার্থের কাছে ইয়াংস এশিয়ান ম্যাসাজ সেন্টারের কাছে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। এছাড়া আটলান্টার গোল্ড ম্যাসাজ স্পা ও এরোমা থেরাপি স্পা সেন্টারের কাছেও গোলাগুলিতে চার নারী নিহত হয়েছে বলে আটলান্টার পুলিশ বিভাগ নিশ্চিত করেছে। নিহত চার নারীর সকলেই এশিয়ান বলে ধারনা করা হচ্ছে। আটলান্টা জার্নাল কন্সস্টিটিউশান বলছে, আটলান্টার ২৪০ কিলোমিটার দূর থেকে ২১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।