জম্মু ও কাশ্মীরে দৃষ্টিনন্দন বিশ্বের উচ্চতম রেলসেতু
নতুন মুকুট মাথায় পরতে চলেছে ভূস্বর্গ কাশ্মীর। ভারতের জম্মু ও কাশ্মীরে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপরে ধনুকের মতো বাঁকানো বিস্ময়কর রেলসেতুটির কাজ প্রায় শেষ। যা হতে চলেছে পৃথিবীর উচ্চতম রেলসেতু। উচ্চতায় যা হার মানাবে আইফেল টাওয়ারকেও। ভূ-পৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৫৯ মিটার। ইতোমধ্যে সেতুর মূল কাঠামোর নির্মাণ শেষ করেছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। এটি চালু হলে কাশ্মীরের সঙ্গে রেয়াসি জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
এক বিবৃতিতে দেশটির রেলওয়ে কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চল রেলওয়ে ভারতের সবচেয়ে কঠিন ও প্রতিকূল প্রাকৃতিক কাঠামোর মধ্যে ১১১ কিলোমিটার রেলপথ নির্মাণ করছে। যা উধামপুর-শ্রীনগর-বারামুল্লাকে সংযুক্ত করবে। আশা করা যাচ্ছে, ২০২২ সালের ডিসেম্বরে এর নির্মাণ কাজ শেষ হবে এবং কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য এলাকা যুক্ত হয়ে যাবে। এ প্রসঙ্গে এক টুইটে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পিয়ুস গোয়াল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। চেনাব নদীর ওপর সেতুটি প্রায় প্রস্তুত। জটিল নকশাটি ইঞ্জিনিয়ারদের কল্যাণে এটি সম্ভব হয়েছে।’কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পে খরচ পড়ছে ৯২ কোটি টাকা। ১,৩১৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ২৫ হাজার টন ইস্পাত লাগবে। সেতুটি তৈরি হলে বারামুলা থেকে জম্মু যেতে সময় লাগবে মাত্র সাড়ে ছয় ঘণ্টা।