টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত
এমনিতেই দিনরাত জেগে থাকে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। ম্যানহাটনের আলোকোজ্জ্বল এই জায়গাটি সারা পৃথিবীর মানুষের কাছে অনন্য একটি আকর্ষণ কেন্দ্র।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) রাতটা প্রবাসী বাংলাদেশিদের কাছে টাইমস স্কয়ার যেন ছিল আরো আলোকিত, বর্ণিল। কারণ সেদিন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। আর এ উপলক্ষে সেখানে জড়ো হয়েছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন কেক কেটে জাতির পিতার প্রতি হৃদয়ের ভালোবাসা জানান তাঁরা।
ট্রাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নিউ ইয়র্ক মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক। সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য নুরুল আফছার সেন্টু ও আব্দুল হামিদ।
এছাড়া বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু, মাহাফুজ হায়দার, সুমন মাহমুদ, দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল, মহিলাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা শাওন, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, চার্চ ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা খন্দকার জাহিদুল ইসলাম, নোভেল আমিন, জোবায়ের আল হাসান সহ অনেকে। সভা শেষে কেক কেটে আনন্দ প্রকাশ করেন নেতাকর্মীরা।