সাইনবোর্ড, বিজ্ঞাপন ও গাড়ির নাম্বার বাংলায় লেখার নির্দেশ
এইদেশ এইসময়, ঢাকা : এক মাসের মধ্যে সাইনবোর্ড, ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন ও গাড়ির নাম্বার প্লেট বাংলা ভাষায় লেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন।
একই সঙ্গে আদালত সর্বত্র কেনো বাংলা প্রচলন করার নির্দেশ দেয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
Posted in: জাতীয়