আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত॥ নিহত ৯
আফগানিস্তানের মধ্য প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নয়জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বুধবার রাতে আফগানিস্তানের মেইডান ওয়ার্ডক প্রদেশে এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, এমআই-১৭ নামে বিমানটি বেসুদ জেলায় অবতরণের পর পরই বিধস্ত হয়। এতে আরো বলা হয়, মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।ওয়ারডাক প্রদেশের গভর্ণরের মুখপাত্র মহিবুল্লাহ শরিফি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। উল্লেখ্য আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারিগরী ত্রুটি কিংবা জঙ্গিদের হামলায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।