বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ১৩ পুলিশ সদস্য নিহত

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ১৩ পুলিশ সদস্য নিহত 

1111111212

মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং জেলা অ্যাটর্নি দফতরের এজেন্টও রয়েছেন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তলুকায় এই ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।

বৃহস্পতিবার দিনের বেলা তুলকার কোয়াটেপেক হারিনাস শহরের লানো গ্রান্ডে এলাকায় পুলিশ সদস্যরা যখন টহল দিচ্ছিলেন, তখনই অজ্ঞাত স্থান থেকে গুলি ছোড়া হয় তাদের লক্ষ্য করে। গুলিতে ঝঁঝরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি এবং সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ সদস্যদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিহতদের মধ্যে আট জন প্রাদেশিক পুলিশ বাহিনীর সদস্য। অপর পাঁচ জন প্রদেশের সরকারি আইনজীবীর (পাবলিক প্রসিকিউটর) নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী থেকে এসেছিলেন।

হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন; তা জানা সম্ভব হয়নি। এ ছাড়া দেশটির মাদকচক্রও এই হামলায় জড়িত কিনা; তা এখনও জানা সম্ভব হয়নি।দেশটিতে মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সরকার সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone