মিয়ানমারে বিবিসির সাংবাদিক নিখোঁজ
মিয়ানমারে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির এক রিপোর্টারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বিবিসির বার্মিজ বিভাগে কর্মরত ছিলেন। শুক্রবার অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় বিবিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, ‘বিবিসি নিউজের বার্মিজ প্রতিবেদক অং থুরাকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’ বিবিসি এ খবর জানিয়ে লিখেছে, মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি আদালতের সামনে থেকে রিপোর্ট করার সময় সাদা পোশাকধারী একদল মানুষ বিবিসির বার্মিজ বিভাগের রিপোর্টার অং থুরাকে আটক করে নিয়ে যায়। বিবিসি মিয়ানমারে তার সব কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং অং থুরার সন্ধানের জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৮ জন এখনও আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের ফটো সাংবাদিক থেইন জ। ইয়াঙ্গুনে একটি বিক্ষোভ কাভার করার সময় জকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘ভীতি তৈরি, ভুয়া খবর ছড়ানো ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি কর্মচারীদের উসকানি দেয়া’র অভিযোগ আনা হয়েছে।