বিজয় মশাল পৌঁছালো কলকাতায়, এরপর বাংলাদেশে
কলকাতা প্রেসক্লাব আজ শুক্রবার শ্রদ্ধার সাথে স্মরণ করে নিল বিজয় মশাল, যা আগামীকাল বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভের সুবর্ণ জয়ন্তী বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৬ই ডিসেম্বর দিল্লিতে এই বিজয় মশাল প্রজ্জ্বলন করেন। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে এই মশাল শনিবার পৌঁছাবে বাংলাদেশ। এবং আগামী ২৬শে মার্চ মোদি এই মশাল গ্রহণ করে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
আজ পূর্ণ শ্রদ্ধার সাথে কলকাতা প্রেসক্লাবে এই মশাল নিয়ে আসা হয়, যেখানে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রেস ক্লাবের সদস্যরা ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান স্টেটসম্যান পত্রিকা সাবেক সম্পাদক মানস ঘোষ। মুক্তিযুদ্ধ কভার করা এই বর্ষীয়ান সাংবাদিক একাত্তরের নভেম্বর এবং ডিসেম্বর মাসের সংগ্রামী দিনগুলোর স্মৃতিচারণ করেন।
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ জানান, কিভাবে মুক্তিযুদ্ধের সময় সারা বিশ্বের সাংবাদিকরা কলকাতা থেকে বাংলাদেশে প্রবেশ করে খবর সংগ্রহ করেন। এই প্রসঙ্গে তিনি দীপক বন্দ্যোপাধ্যায় এবং সুরজিৎ ঘোষালের কথা স্মরণ করেন। এই দুই সাংবাদিক আগরতলা থেকে কুমিল্লা হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খবর সংগ্রহ করতে যান, কিন্তু সেখানে পাকিস্তানি সেনার হাতে তাঁদের মৃত্যু হয়।
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার বিকাশ চৌধুরী এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করেন।