ঋষি কাপুরের জায়গায় অমিতাভ, ফের জুটি বাঁধছেন দীপিকার সঙ্গে
ঋষি কপূরের জায়গায় অমিতাভ বচ্চন। সেই সূত্রেই ফের পর্দা ভাগ করতে চলেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। হলিউডের ব্লকবাস্টার ‘ইনটার্ন’-এর হিন্দি রিমেকে অভিনয় করছেন তিনি। এই চরিত্রে আগে ঋষি কপূরকে নির্ধারণ করা হয়েছিল। প্রবীণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে সাময়িক ভাবে থমকে গিয়েছিল সেই কাজ। বিগ বি রাজি হওয়ায় নতুন উদ্যমে ফের শুরু হয়েছে সিনেমার কাজ।
২০১৫-য় অমিতাভ-দীপিকার প্রথম এক সঙ্গে অভিনয় সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে। বাবা-মেয়ের চরিত্রে ২ তারকার অভিনয় সাড়া ফেলেছিল দর্শকমহলে। সেই জুটি আবার ফিরছে শুনেই খুশি টিনসেল টাউন। হলিউডি সিনেমায় এই ২ চরিত্রে অভিনয় করেছিলেন অ্যানি হাথওয়ে ও রবার্ট ডি নিরো। হিন্দি রিমেকের পরিচালনা করছেন ‘বধাই হো’ খ্যাত অমিত শর্মা।
প্রশ্ন হতে পারে বলিউডে প্রথম সারির আরও পরিচালক থাকতে অমিত কেন? বহু পরিচালকের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে তাকে। অমিত অনায়াসে জটিল সমস্যার সহজ সমাধান দেখিয়েছেন তার ‘বধাই হো’ সিনেমায়। এই মুহূর্তে তিনি ব্যস্ত অজয় দেবগন অভিনীত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’-এর পরিচালনায়। এই সিনেমার কাজ শেষ হলেই তিনি হাত দেবেন ইনটার্নের কাজে।