বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ 

submarine_44049

প্রযুক্তি ডেস্ক : দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৭ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিম-উই-৫ এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল)। বিএসিসিএলের পক্ষে টেলিযোগাযোগ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে।এ বিষয়ে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, চুক্তির পরপরই কাজ শুরু হবে। আর ২০১৬ সালের মধ্যেই বিএসসিসিএল সিম-উই-৫-এর সঙ্গে যুক্ত হবে।

জানা যায়, সিম-ইউ-৫ এর সংযোগ পেতে সব মিলিয়ে ব্যয় হবে সাত কোটি ডলার বা ৫৪০ কোটি টাকা। এর মধ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ বাবদ পাওয়া যাবে ৪ কোটি ডলার। বাকি টাকা বিএসসিসিএলকে সরবরাহ করতে হবে।অপরদিকে বিএসসিসিএল সূত্র জানায়, বর্তমানে বিএসসিসিএলের হাতে ১৩০ কোটি টাকা রয়েছে। আরো প্রায় একশ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে ব্যান্ডইউথ রফতানি থেকে একটি বড় অংশ আসতে পারে।

প্রসঙ্গত, ২০১১ সালে সিএমইউ-৫ এর সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল বিএসসিএল। কিন্তু নানা আলোচনা হলেও বিষয়টি এতদিন ঝুলে ছিল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone