বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রাজধানীর সবচেয়ে বেশি ও কম দূষিত এলাকা চিহ্নিত

রাজধানীর সবচেয়ে বেশি ও কম দূষিত এলাকা চিহ্নিত 

131106Untitled-1

রাজধানীর সবচেয়ে বেশি দূষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এলিফ্যান্ট রোডকে। আর সবচেয়ে কম দূষিত এলাকা মোহাম্মদপুরের তাজমহল রোড।

আজ শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‌’ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ুদূষণের মাত্রার পরিমাণ’ শীর্ষক স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর বৈজ্ঞানিক ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফেন্ট রোড। আর সবচেয়ে কম দূষিত এলাকা মোহাম্মদপুরের তাজমহল রোড। এছাড়া সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আরো আছে নিউমার্কেটের মেইন গেইট ও তেজগাঁও শিল্প এলাকা। আর সবচেয়ে কম দূষিত অন্য এলাকাগুলোর মধ্যে আগারগাঁও শিশু হাসপাতাল ও পল্লবীর ডি ব্লক উল্লেখযোগ্য।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ঢাকা শহরে বায়ুদূষণ ১৭ শতাংশ বেড়েছে। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দশমিক ৮ শতাংশ কমেছে।

বায়ুদূষণ নিয়ে গবেষণ করে এমন প্রতিষ্ঠানগুলোর মতে, ঢাকার বাতাসে রয়েছে অতিমাত্রায় সূক্ষ্ম বস্তুকণা যা সৃষ্টি হয় সাধারণ জীবাশ্ম জ্বালানি বা যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে। এছাড়া নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হয়ে তা ছড়িয়ে পড়ে বাতাসে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone