বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, December 26, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বঙ্গবন্ধুই মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন : ওআইসি মহাসচিব

বঙ্গবন্ধুই মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন : ওআইসি মহাসচিব 

unnamed

ওআইসির’ মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন বলেছেন, বঙ্গবন্ধুর মাধ্যমেই মুসলিম বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়েছে। তিনি সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। শনিবার (২০ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের চতুর্থ দিনের আয়োজনে ভিডিও বার্তায় এ কথা বলেন ওআইসি মহাসচিব। তিনি বলেন, বঙ্গবন্ধু একতাবদ্ধ মুসলিম জাহান দেখতে চেয়েছিলেন। ১৯৭৪ সালে তিনি তার প্রথম সম্মেলনেই মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তার কাজ সবার সবসময় মনে থাকবে।

ওআইসির মহাসচিব বলেন,বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই লক্ষ্যে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধুর কন্যা দেশের ক্ষমতায় রয়েছেন। তিনি সোনার বাংলা গড়ে তুলতে ক্লান্তিহীনভাবে কাজ করছেন। বাংলাদেশের এখন একটি উজ্জ্বল রাষ্ট্র। বাংলাদেশ ও ওআইসির মধ্যকার সম্পর্ক এখন আরও দৃঢ়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়নের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করবো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone