করোনায় ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬৮
দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৬৮ জন।
এ ছাড়া এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। ফলে এ পর্যন্ত মোট ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছেন।
আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (১৯ মার্চ) দেশে আরো ১ হাজার ৮৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।
Posted in: জাতীয়