অস্ট্রেলিয়ায় প্রবল বর্ষণে আকস্মিক বন্যা
অস্ট্রেলিয়ায় প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বড় সড়কগুলো বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিডনিতে শনিবার ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিউ সাউথ ওয়েলস থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।খবর বিবিসি
দেশটির পুলিশ বলছে সিডনির উত্তরাঞ্চলের শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা। শহরের অধিকাংশ রাস্তা ডুবে গেছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে বন্যায় শহরের ঘর-বাড়ি ভেসে যেতে। এ বন্যাকে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ বলে সতর্কবাণী দিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রবল বর্ষণ ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক করে দিয়ে আবহাওয়াবিদ আগাতা ইমিলস্কা বলেন, ‘বিপজ্জনক পরিস্থিতি’ সম্পর্কে জনগণের সতর্ক হওয়া উচিত যা যে কোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে।