জাপানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
জাপানের মিয়াগি প্রদেশ উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। স্থানীয় সময় সন্ধ্যায় কেঁপে ওঠে মিয়াগি উপকূলের গোটা অঞ্চল। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সমতল থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তিস্থল। সমুদ্রের ভেতরে এর কেন্দ্র হওয়ায় ১ মিটার পর্যন্ত সুনামির ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়। সরকারি তথ্য বলছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে কমপক্ষে দু’শো পরিবার। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০১১ সালে জাপানে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে প্রাণ যায় প্রায় ১৬ হাজার মানুষের। ক্ষয়ক্ষতি হয় ৩৬০ বিলিয়ন ডলারের। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।