হুথি বিদ্রোহীরা সৌদি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে
রিয়াদের একটি তেল শোধনাগারে ড্রোন হামলার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার সৌদি জ্বালানি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ছয়টি ড্রোন দিয়ে তেল স্থাপনায় এই হামলা চালিয়েছে। খবর রয়টার্স সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, এই তেল শোধনাগারটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো দ্বারা পরিচালিত। এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং তেলের সরবরাহে কোনও বিঘ্ন ঘটেনি।
সৌদি আরবের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করার আগেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদে আরামকোর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার কথা জানায়। তবে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে কিনা তা নির্দিষ্ট করে জানানো হয়নি। হুথিমের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আজ ভোরে আমাদের সশস্ত্রবাহিনী ছয়টি ড্রোন দিয়ে সৌদি শত্রুদের রাজধানী রিয়াদে আরামকোকে টার্গেট করে হামলা চালিয়েছে। হামলার বিষয়ে আরামকো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবে হামলা জোরদার করেছে। তারা জানিয়েছে, ইয়েমেনে সৌদিদের আগ্রাসন যতদিন থাকবে ততদিন হামলা অব্যাহত রাখা হবে।