বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » চলচ্চিত্রে ছোট দীপু, বললেন ‘ডিপজল মামার লগে ছাড়া কাজ করুম না’

চলচ্চিত্রে ছোট দীপু, বললেন ‘ডিপজল মামার লগে ছাড়া কাজ করুম না’ 

15521068577438_671768296624403_3454786669729808384_o

রিথান আহমেদ দীপু। ছোট দীপু হিসেবে সোশ্যাল প্ল্যাটফরমে বেশ জনপ্রিয়। দীপুর ভিডিও মানেই দর্শক হুমড়ি খেয়ে পড়ে দেখে। কেন? ‘হয়তো আমারে ভালোবাসে এইজন্য দেখে, আমারে তো সবাই পছন্দ করে।’  দীপুকে পছন্দ না করার কোনো কারণ নেই, দীপুর কথা বেশ পাকাপোক্ত, কথায় ধারালো ব্যাপারটা প্রবল। ক’দিন আগেই হিরোপ আলমকে কথার টেকায় মার দিয়ে ভিডিও প্ল্যাটফরম সরগরম করে ফেলেন।

kalerkantho

এবার এলেন নতুন খবর নিয়ে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট দীপু। এরইমধ্যে শুটিং শুরু করেছেন, ছবির নাম ‘যেমন জামাই, তেমন বৌ।’ মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবিতে ছোট দীপু অভিনয় করবেন ডিপজলের ছোট ভাই হিসেবে।

এতোদিন নাটক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন, এবার বড় পর্দার জন্য অভিনয়- এটা ছোট দীপুর কাছে বিশেষ ব্যাপার।  কালের কণ্ঠকে সোমবার দুপুরে বললেন, ‘আমি ছবি করতাছি। এইডা আমার কাছে অনেক আনন্দের। আমি ডিপজল মামার লগে কাজ করমু। মামার সাথে আলাপ হইছে মামার লগে ছাড়া কারো লগে কাজ করমু না।’

kalerkantho

চলচ্চিত্রে নিজের চরিত্র সম্পর্কে বললেন, ‘আমি এইখানে ডিপজল মামার ছোট ভাই। মানে ডিপজল মামা আমার বড় ভাই, আর আমি তার পাওয়ারে চলি। আমার অ্যালাকায় ম্যালা প্রভাব। দোয়া করবেন কাজটা যেন ভালোভাবে শ্যাষ হয়।’

মনোয়ার হোসেন ডিপজল কালের কণ্ঠকে বলেন, ‘ছোট দীপু আমারে মামা কয়। ওরে আমার সিনেমায় নিছি। অয় তো খুব সুন্দর কথাবার্তা কয়। এই সিনেমায় আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করতাছে ছোট দীপু।’

kalerkantho

‘যেমন জামাই, তেমন বৌ’ ছবির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে ডিপজল বলেন, ছবির ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট কইরা ফালাইছি। এহন বাকি কাজ চলতাছে আমরা শুলিয়ার দিকে শুটিং করতাছি। এইডা একটা দেখার মতো ছবি হইবো। ছোট দীপুও খুব ভালো অভিনয় করতাছে। রিলিজ পাইলে দেইখেন।

ছোটখাটো গড়নের দীপু থাকেন ঢাকার লালবাগে। সেখানের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়েন ছোট দীপু ওরফে রিথান আহমেদ দীপু। তবে নানা বাড়ি সাভারেও থাকেন মাঝেমধ্যে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone