আটকের তিন দিন পর বিবিসির সাংবাদিক অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে
মিয়ানমারে আটক হওয়া বিবিসির রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। গত ১৯ মার্চ রাজধানী নেপিডতে অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করেছে বিবিসি। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গত ১ ফ্রেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে।অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন।