বিগত ৬০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্রবল বন্যার কবল থেকে প্রায় ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।বিবিসি জানায়, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এনএসডব্লিউ রাজ্যের রাজধানী সিডনি এবং কুইন্সল্যান্ড রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী ও বাঁধ উপচে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে এ বৃষ্টি অব্যাহত থাকবে। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করার আহ্বানও জানানো হয়েছে। এদিকে, দেশটিতে বন্যায় প্লাবিত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ওই অঞ্চলে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার (২ কোটি ৫০ লাখ মানুষ) এক তৃতীয়াংশ মানুষের বাস। প্লাবিত অঞ্চলে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরিসেবা কার্যক্রম চলছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত ৬০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়া। বন্যা থেকে বাঁচতে যারা অন্য কোথাও আশ্রয় নিয়েছেন, তাদের অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার জন্য এটি আরেকটি পরীক্ষা বলেও মন্তব্য করেছেন তিনি।