দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন । বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন নিয়েছেন।রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এদিকে এ বছরের জুন মাসে জি-সেভেন সম্মেলনের আয়োজন করা হবে। ওই সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া, ভারত ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জি-সেভেন সম্মেলনে উপস্থিত হওয়ার ইচ্ছা রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। আজ সিউলে নিজের কার্যালয়ের পাশের একটি কমিউনিটি ক্লিনিকে টিকা নেন তিনি। জুন মাসে যুক্তরাজ্য সফরে প্রেসিডেন্ট ও তার স্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সু হুনসহ মোট ৯ জন সহযোগী যাওয়ার কথা। তারাও টিকা নিয়েছেন।