যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে সোমবার একটি মুদি দোকানের গুদাম ঘরে এক বন্দুকধারী বেপরোয়া গুলি বর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। খবর এএফপি’র। হামলাকারীকে পুলিশ আটক করেছে। কোলোরাডোর বুলডারে কিং সুপারস সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী ডেনভারের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত বোল্ডার কাউন্টির জেলা অ্যার্টনি মিশেল ডাগহার্টি জানান, বন্দুক হামলাকারী পলিশী হেফাজতে আছে এবং সে আহত হয়েছে। পুলিশ প্রধান মরিস হেরল্ড জানান, নিহতদের মধ্যে ‘বীর’ পুলিশ কর্মকর্তা এরিক টালি (৫১) রয়েছেন। কিং সোপার সুপারমার্কেটে ঘটনাস্থলে প্রথম তিনি উপস্থিত হয়েছিলেন। হেরল্ড বলেন, ‘আমরা ঘটনাস্থলেই ১০ জনের নিহত হওয়ার কথা জানতে পেরেছি।’এর আগে সরাসরি প্রচার করা ভিডিওতে মধ্য-বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি পুলিশের হাতে বন্দি থাকতে দেখা যায়। এ সময় খালি গায়ে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।