বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইমরান খানকে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

ইমরান খানকে চিঠি দিলেন নরেন্দ্র মোদি 

Modi_Imran-1200x817

পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কামনা করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস। সে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মোদী লিখেছেন, প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক চায় ভারত। সেজন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন। খবর আল-জাজিরা। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কোভিডে আক্রান্ত হলে, সেসময়ও তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, নানা স্তর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক স্থাপনের আহ্বান জানানো হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে চিঠির বিষয়বস্তু নিশ্চিত করেছেন। তারা সরকারের নীতিমালা অনুসারে নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, মোদি চিঠিতে লিখেছেন। তবে তিনি বলেছেন, এর জন্য সন্ত্রাস ও শত্রুতাবিহীন আস্থার পরিবেশ আবশ্যক।

কূটনৈতিক শিবিরের বক্তব্য, মোদী সরকার প্রথম দফায় ক্ষমতায় আসার পরে একাধিকবার দেশটির তরফ থেকে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি। উল্টো ভারতের পুলওয়ামায় জঙ্গী হামলার ঘটনাও ঘটে। যে ঘটনায় ভারতের কেন্দ্রিয় পুলিশ বাহিনীর প্রায় ৪০ জন সদস্য প্রাণ হারান। ভারত বরাবরই সেই হামলার পেছনে পাকিস্তানের মদদ থাকার অভিযোগ করে আসছে। মোদীর এই চিঠি প্রতিবেশী দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইঙ্গিতবহ। তবে পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া না থামলে যে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নেই সেই ইঙ্গিতও অবশ্য ভারতের প্রধানমন্ত্রীর চিঠিতে আছে। ইমরান খান ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করার পরেই নরেন্দ্র মোদি এই চিঠি দিল। তবে তিনি বলেন, অতীতের শান্তি আলোচনা ইতিবাচক হয়নি। তাই ভারতকে প্রথম পদক্ষেপ নেওয়া উচিত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone