সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী শেখ হামদান মারা গেছেন
সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের বড় শেখ হামদান বিন রাশেদ আল মাকতুম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক টুইট বার্তায় বিষয়টি জানান। তিনি তার ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শেখ হামদানের মূল জানাজার নামাজ শুধু পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হবে। শেখ হামদানের মৃত্যুতে আগামী ১০ দিনের শোক ঘোষণা করেছে আমিরাত সরকার। তা ছাড়া আগামী তিন দিন সরকারি কার্যক্রম স্থগিত করা হয়। ১৯৭১ সালে আমিরাতের প্রথম মন্ত্রিসভা গঠনের পর থেকে শেখ হামদান অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শেখ হামদান আরব আমিরাতের অর্থনীতি ও শ্রমবাজারের সহায়তায় একাধিক উচ্চপর্যায়ের সরকারি পদে দায়িত্ব পালন করেন।