চাকরি নিলেন প্রিন্স হ্যারি
রাজ পরিবার ছেড়ে গত বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ডিউক অব সাসেক্স হ্যারি। এবার যোগদান করতে যাচ্ছেন নতুন চাকরিতে। যুক্তরাষ্ট্রের কোচিং অ্যান্ড মেন্টাল হেলথ ফার্ম ‘বেটারআপ’-এ চীফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে কাজ করবেন প্রিন্স হ্যারি। এক বিবৃতিতে হ্যারি এতথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। গেল বছরের মার্চে ডাচেস অফ সাসেক্স থেকে বের হয়ে আসার পর এটিই প্রথম চাকরি হ্যারির। তার নতুন কাজ হলো মানসিক স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য একটি সহানুভূতিশীল সম্প্রদায় তৈরি করা; যেখানে তাদের সঙ্গে সৎ ও সহনীয় পরিবেশে কথোপকথনের সুযোগ থাকবে। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগান মারকেলের। বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান। এর আগে ২০১৯ সালের ৬ মে প্রথম মা হন তিনি। এরপর আবারে দ্বিতীয় সন্তান আসছে তাদের। এক বছর আগে হ্যারি ও তাঁর স্ত্রী মেগান রাজপরিবারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। নতুন চাকরি নিয়ে প্রিন্স হ্যারি একটি বিবৃতিতে বলেছেন, চাকরি নিয়ে তিনি অনেক আনন্দিত। তবে নতুন দায়িত্ব, কর্মঘণ্টা বা পারিশ্রমিকের বিষয়ে তিনি কিছু জানাননি।