অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি সাময়িক ‘স্থগিত’ করল ভারত
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা রপ্তানির ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, টিকা রপ্তানির এ স্থগিতকরণ সাময়িক। তবে এ ‘সাময়িক সঙ্কোচন’ এর ফলে এপ্রিলের শেষদিক পর্যন্ত টিকার যোগান প্রভাবিত হতে পারে। কারণ ভারতের এই পদক্ষেপের ফলে প্রভাব পড়তে পারে কোভ্যাক্স ব্যবহার করা ১৯০টি দেশের উপর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সংক্রমণ যেহেতু বাড়ছে, সামনের দিনগুলোতে টিকার চাহিদাও বাড়বে। ফলে ভারতের নিজেরই ওই টিকা লাগবে।
ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করে। ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ৬ কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রফতানি করেছে, যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার। এখন এপ্রিলের শেষ সময় পর্যন্ত টিকা রফতানি বন্ধ থাকতে পারে। ভারতে নতুন ধরনের ‘ডাবল মিউট্যান্ট’ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ধরনের ভাইরাসে দুইটি মিউটেশন বা ডিএনএ পরিবর্তনের দুই ধরনের ক্ষমতা থাকে, যা শরীরের সাধারণ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে আক্রমণ করে বা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।