করোনার টিকা নিলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে পুতিন কোন টিকা গ্রহণ করেছেন তিনি তা পরিষ্কার করেননি। টিকা গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। রাশিয়া এ পর্যন্ত তিন রকমের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা উদ্ভাবনের দাবি করেছে, কিন্তু দেশটিতে টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে এগোচ্ছে না। এদিকে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করায় পুতিন বেশ কয়েকজন বিশ্বনেতার কাতারে এসে দাঁড়ালেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং ব্রিটেনের রাণি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার টিকা গ্রহণ করেছেন। অনেক নেতা প্রকাশ্যে টিকা নিয়েছেন কিন্তু ৬৮ বছর বয়সী পুতিন অনেকটা লোকচক্ষুর আড়ালে টিকা গ্রহণ করলেন।